ফুলতলা রি-ইউনিয়ন স্কুলের সাড়ে ৭শ’ শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-২৩ - ১৭:২৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, মরণব্যাধি করোনা আমাদের মাঝে একতা, মানবিকতা,মমত্বও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছে। জাতীয় এ দূর্যোগে সামর্থ অনুযায়ী সকলে আজ অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে। লক ডাউনের এ সময়ে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলেই থাকতে হবে। তানা হলেই লেখাপড়ায় একবার পিছিয়ে পড়লে সেটি কাটিয়ে উঠা প্রায় অসম্ভব। এ দূর্যোগ কেটে যাবে, দেশ আবারও ঘুরে দাড়াবে উন্নয়নের মহাসড়কে।

শনিবার বেলা ১১টায় খুলনার ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব হাসান ইমামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোঃ রবিউল ইসলাম বাবু। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, সাবেক শিক্ষকনেতা প্রফুল্ল কুমার চক্রবর্তী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোল্যা হেদায়েত হোসেন লিটু, হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শামসুল আলম খোকন, মোঃ নেছার উদ্দিন, মাজহারুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, সাইফুল্লাহ তারেক, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক সন্দীপন রায়,মাওঃ শফিউল্লাহ হাজেরী, নাজমা ইয়াসমিন, কিবরিয়া চৌধুরী, খান ইমরান আহমেদ, গাজী আবু জাফর, আবু সাঈদ কবির, রিপন বৈরাগী প্রমুখ। প্রসঙ্গতঃ স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব হাসান ইমামুল হক ভুঁইয়ার ব্যক্তিগত আর্থিক সহায়তায় বিদ্যালয়ের ৭৫০ শিক্ষার্থীকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।