ফুলতলা হাসপাতালে ১০দিন ধরে চিকিৎসাধিন থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশঃ ২০১৮-১২-০১ - ১৯:১১

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা খুলনা থেকেঃ ডাক্তারদের চিকিৎসা প্রেচষ্টা ব্যর্থ করে দিয়ে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০দিন ভর্তি থাকা অজ্ঞাত যুবক (৪০) চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের ১৩নং বেডের ঐ যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হাসপাতাল সূত্র ও এলাকাবাসি জানায়, গত ১৯ নভেম্বর খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় প্যান্ট ও টি-শার্ট পরিহিত সুঠামদেহি অজ্ঞাত যুবককে সজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে। একদিন পর স্থানীয় কয়েকজন সাংবাদিক মানবিক কারণে এলাকাবাসির সহায়তায় তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তখন থেকে তার চিকিৎসা চলছিল। হাসপাতালের একজন নার্সের বরাত দিয়ে ফুলতলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, গত ১০দিন ধরেই ঐ যুবক সজ্ঞাহীন থাকলেও একবার অস্পষ্ট স্বরে গাজীপুরের কালিয়াকৌয়া এলাকার বাসিন্দা নাম ওয়াদুদ ও পেশা ফ্রিজ মিন্ত্রী বলে জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে এর সত্যতা পাওয়া যায়নি। দুর পাল্লার কোন পরিবহনের যাত্রী হিসাবে থাকা কালে অজ্ঞান পার্টির কবলে পড়ায় তাকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়ার পর হয়তো পরিবহন কর্তৃপক্ষ তাকে ফুলতলা বাসষ্টান্ড চত্বরে ফেল রেখে যেতে পারে বলে এলাকাবাসির ধারনা। অপরদিকে তার চেতনা ফিরে না আসায় হাসপাতালে ঔষধ ও পথ্য সেবার বিঘœ ঘটতে পারে বলে পার্শ্ববর্তী রোগিরা জানিয়েছে। ফলে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টায় তার মৃত্যু ঘটে। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ফুলতলা থানা আনা হয়েছে।