ফুলবাড়ি, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) রাতে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডিল ও ৫টি ইয়াবা বড়ি জব্দসহ হোসেল রানা (২৫) ও সাব্বির হোসেনকে (৪৪) আটক করেছে।
আটক সোহেল রানা পার্বতীপুরের হাবড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং সাব্বির হোসেন একই উপজেলার কালিকাপুর গ্রামের আবু বক্করের ছেলে।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে একদল পুলিশ পৌর শহরের ঢাকা মোড় এবং ডাকবাংলো মোড় এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত সংখ্যক ফেন্সিডিল ও ইয়াবা জব্দসহ ওই দুইজনকে আটক করেছে।