ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের আহব্বায়ক শেখ শহিদুল ইসলাম এর মৃত্যুতে স্বরণ সভা ও দোয় মহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক ও পৌর আওয়ামীলীগের আহ্ব্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী শেখ শহিদুল ইসলাম গত ১২ জানুয়ারী হিৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার স্বরণে গত ২৪ জানুয়ারী বুধবার রাতে উপজেলা আওয়ামীলীগের অয়োজনে দলীয় কার্যালয়ে এ স্বরণ সভা ও দোয় মহ্ফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমীক ও গনশিক্ষা মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব কামরুজ্জামান (কামরু) ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান (বাবুল), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ।
শেষে নিমতলা জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান এর পরিচালনায় শেখ শহিদুল ইসলাম এর বিদেয়ী আত্বার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।