বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় সীমান্ত সাহা ( ১৯) নামের এক কলেজ ছাত্রের সর্প দংশনে করুন মৃত্যু হয়েছে । সে উপজেলার হেতালবুনিয়া নাহাড়ীতলা এলাকার প্রতিবন্ধী পাদুকা ব্যবসায়ী বিজয় সাহার একমাত্র পুত্র । সূত্রে প্রকাশ, রবিবার বেলা দেড় টার সে নিজ বসতবাড়ীর রান্না ঘরে ডিম ভেজে খাওয়ার জন্য মিটসেফ থেকে পেঁয়াজ বের করে আনতে যায়।ওই সময় মিটসেফ এর তলে থাকা বিষধর সাপটি তকে দংশন করে।বাবা- মা বটিয়াঘাটা বাজারের দোকানে কর্মে ব্যস্ত থাকায় খবর পেয়ে তাকে নিয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ দিকে রাত আটটার দিকে তার মরদেহ বটিয়াঘাটা বাজার নাট মন্দিরে আনলে হাজার হাজার মানুষের ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।সীমান্ত সরকারী ডিগ্রি মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। বাবা মা খুব কষ্টে বটিয়াঘাটা বাজারে পাদুকা বিক্রি করে ছেলেটিকে লেখাপড়া করাচ্ছিলো।