ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটায় ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ১নং জলমা ইউনিয়নের আ’লীগের মনোনীত নৌকা মাঝি হলেন জলমা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায় । গত কয়েকদিন যাবৎ জলমা ইউনিয়নে উপজেলা পর্যায়ে আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের পদাসীন নেতা- কর্মী দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন কিনেছেন । জলমা ইউনিয়ন থেকে আ’লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যে সকল নেতারা দলীয় ফর্ম ক্রয় করে কেন্দ্রে দৌড় ঝাঁপ করছিলেন তারা হলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিগত বাবের নৌকার প্রার্থী অনুপ গোলদার, উপজেলা আ’লীগের সদস্য বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব আসলাম তালুকদার, ৭ নং ওয়ার্ড আ’লীগ সদস্য ও সাবেক ছাত্রনেতা নারায়ন চন্দ্র রায় ও উপজেলা যুবলীগের সদস্য উদীয়মান তরুণ প্রজন্মের নেতা রথীন্দ্রনাথ রায় । তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার বেলা সাড়ে ১২ টায় জলমা ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে বিধান চন্দ্র রায় এর নাম ঘোষনা করেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের নেতারা । অন্যদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আ’লীগের নেতা কর্মীদের মধ্যে নতুন ইমেজ তৈরি হয়েছে । উৎসুক নেতা কর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে মিষ্টি বিতরণ শুরু করেছে । সব মিলিয়ে উপজেলার জলমা ইউনিয়নে এখন নির্বাচনী উৎসবের আমেজ পুরো দমে বইতে শুরু করেছে ।