বটিয়াঘাটা প্রতিনিধি : অবশেষে গভীর রাত্রে বটিয়াঘাটা থানা টহল পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে আটক হলো আন্তঃ গরু চোর চক্রের তিন সদস্য। ঘটনাটি ঘটেছে, গত পরশু সোমবার দিবাগত রাত ১টার দিকে বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা টু সুখদাড়া সড়কের পাশে সরদার বাড়িতে গরু চুরির প্রাক্কালে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে জেলার ফুলতলা উপজেলার ডাইকোনা গ্রামের মোঃ সবুর সর্দারের পুত্র শাহিন সরদার (২৯) ও একই উপজেলার পিপরাইল ফুলতলা এলাকার রমেশ দাস এর পুত্র বিজয় দাস( ২৬) এবং কেএমপি’র সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার হিরু মোল্লার পুত্র গোলাম রাব্বী (২৬) ব্লু রংয়ের নাম্বার বিহীন একটি লুনু পিকআপ যোগে উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা সরদার বাড়ীর লুৎফর রহমান সরদার এর গোঁয়ালে থাকা একটি এঁড়ে গরু পিকআপে তুলতে থাকে। এদিকে পূর্ব থেকে টহলে ওৎ পেতে থাকা থানার ওসি মোঃ রবিউল কবিরের নেতৃত্বে এসআই মোঃ নুর ইসলাম এএসআই মোঃ রাসেল সহ সঙ্গীয় ফোর্স চোর চক্রের পিঁছু নেয়। পুলিশ এ সময় উক্ত চোর চক্রের ৩ সদস্য ও পিকআপসহ হাতেনাতে আটক করে মালিকের নিকট গরুটি হস্তান্তর করে ধৃতদের কোর্টে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় আজ মঙ্গলবার ৮ নং মামলা দায়ের হয়েছে।