বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার এইচ,এস,সি পরীক্ষার ফলাফল প্রতিটি কলেজের পাসের হার সম্মানজনক। শহীদ আবুল কাশেম কলেজের এইচ,এস,সি পাসের হার সাধারণ শাখায় ৮৬.০৬% ও বি,এম শাখায় ৯০.২০%। পরীক্ষার্থীর সংখ্যা সাধারণ ২৯০ জন ও বিএম শাখায় ১৫৩ জন। অকৃতকার্য হয়েছে সাধারণ শাখায় ৪৩ জন ও বিএম শাখায় ১৫ জন। এর মধ্যে এ প্লাস সাধারণ ১ জন ও বি,এম ৩ জন। বটিয়াঘাটা কলেজে পাসের হার ৮৫.৪৭%। পরীক্ষার্থীর সংখ্যা ৪৬১ জন এর মধ্যে পাস করেছে ৩৯৪ জন, ফেল করেছে ৬৭ জন,এ প্লাস ৫ জন । গরিয়ারডাঙ্গা আদর্শ কলেজ পাসের হার ৯৮.৮৬%। পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন এর মধ্যে পাস করেছে ৬৩ জন, ফেল করেছে ১ জন। মুক্তিযোদ্ধা কলেজ পাসের হার ৮৪.৬২%। পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন পাস করেছে ১১ জন, ফেল করেছে ২জন। খগেন্দ্রনাথ মহিলা কলেজ পাসের হার ৯১.০৪%। পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন পাস করেছে ৬৪ জন, ফেল করেছে ৬ জন। শহীদ স্মরণী কলেজ(বারোআড়িয়া) পাসের হার ৬০.৪৭%। পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ জন পাস করেছে ৫২ জন, ফেল করেছে ৩৪ জন। বটিয়াঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পাসের হার ৯৫.২৩%। পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ জন পাস করেছে ৬০ জন, ফেল করেছে ৩ জন। খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ পাসের হার ৮৭.০৪%। পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ জন পাস করেছে ৪৭ জন, ফেল করেছে ৭ জন।