বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী সার্বজনীন গৌড়ীর গৌর নিতাই সেবাশ্রমে ৮ম প্রহর মহা নামযজ্ঞের অদিবাস উপলক্ষে গত রবিবার রাত ৮ টায় মন্দির চত্বরে বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায় এর সভাপতিত্বে বস্ত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব আসলাম তালুকদার। ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিকের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, মন্দির কমিটির সম্পাদক গোবিন্দ মল্লিক, রাজ কুমার রায়, অধ্যাপক অজিত বিশ্বাস, শিক্ষক হরিদাস রায়, পিযুষ কান্তি মন্ডল, অরবিন্দু মহলদার, তুলসী দাস রায়, অচিন্ত্য টিকাদার, বিধান হালদার, সুশীল মল্লিক, পার্থ রায় মিঠু, সুবীর মল্লিক, প্রদীপ টিকাদার, নিতিশ মল্লিক, ভগবতী গোলদার, ইউপি সদস্য তপতী বিশ্বাস, প্রতিমা রায়, মমতা মল্লিক, শিউলী বাছাড় প্রমূখ । এ সময় প্রধান অতিথি ব্যক্তিগত অর্থায়নে ১৫০ জনকে শাড়ী ও ২০ জনকে ফতুয়া বস্ত্র বিতরণ করেন।