বটিয়াঘাটার জলমায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৪-২০ - ১৩:৪১

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে সোমবার বেলা ১১টায় করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানের নির্দেশে তৃতীয় দফায় ১০ মেট্রিকটন চাল ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হয়। উপজেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন পূর্বক সরকারের দায়িত্ব প্রাপ্ত ৪ জন ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর লোগো সম্বলিত প্যাকেট প্রস্তুত করে সরকারী নির্দেশনা ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, ভূমি সহকারী কর্মকর্তা জগন্নাথ ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিকুজ্জামান আশিক, প্যানেল চেয়ারম্যান বিপ্রদাশ টিকাদার কার্তিক, ইউপি সদস্য নিভানন গোলদার, সুইটি বেগম, ডলি রানী রায়, ইউপি সচিব রুহিদাস কুন্ডুসহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য সরকারী উপহার সামগ্রী বিতরনের পাশাপশি জলমা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ২৫ মেট্রিকটন চাল করোনা দুর্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এছাড়া জলমা ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব আশিকুজ্জামান তার নিজস্ব তহবিল থেকে সোমবার হোগলাডাঙ্গা ও কৈয়া বাজার বাজার এলাকায় ২ শত ৫০টি পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জলমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র বিলি ও জীবানু নাশক স্প্রে করা হয়েছে। অপরদিকে বিদেশ ও বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের তালিকা প্রস্তুত পূর্বক প্রশাসন ও এলাকাবসীর সহযোগীতায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে। এব্যাপারে জলমা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ভোটের মাধ্যমে যে দায়িত্ব জনগন আমাকে অর্পন করেছে জীবন দিয়ে হলেও সে দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা দূর্যোগে কর্মহীন মানুষ খাদ্য অভাবে কষ্ট না পায় সে লক্ষ্যে আমার পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে জানগনের পাশে রয়েছি। এছাড়া যে সকল বিত্তবানেরা এই দূর্যোগ কালীন সময়ে কর্মহীন আসহায় মানুষকে ব্যাক্তিগত ভাবে উপহার সামগ্রী দিয়ে সহযোগীতা করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।