বিজ্ঞপ্তি : বছরেরর প্রথম দিন জুম্মার নামাজ আদায় শেষে খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ জননেতা শেখ হারুনুর রশিদ এর পক্ষে বটিয়াঘাটার ডেউয়াতলা পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডেউয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতালেব আলী শেখ, গংগারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগনেতা শেখ হাদি- উজ-জামান হাদী, জেলা সৈনিক লীগের সভাপতি, সাবেক ছাত্রলীগনেতা এসএম ফরিদ রানা, মুফতী মোঃ ইমদাদুল শেখ, মাওলানা আবুল কাশেম, হাফেজ আবুল হাসান, ডাঃ গোলাম ফারুক, মোঃ ফারুক হালদার, মোঃ ইয়াসিন শেখ, আরিফ শেখ, তৈয়বুর রহমান, মহম্মদ শেখ, মাহাবুর শেখ, ইসমাইল শেখ, জিল্লুর গাজী, রাসেল শেখ।