বটিয়াঘাটা প্রতিনিধি : বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মল্লিক (৭৪) আর নেই। তিনি সোমবার ভোর ৬টার দিকে বটিয়াঘাটার দেবীতলা গ্রামের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকল কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যা সন্তান ও নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বেলা ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃক দেলোয়ার হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদর্শন করেন। এ সময়ে অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলি, মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার ও শেখ আফজাল হোসেন,বীরমুক্তিযোদ্ধ্যা যথাক্রমে ধীরেন্দ্রনাথ মন্ডল, নিরঞ্জন কুমার রায়, বিকাশ কুসুম মন্ডল, বিধান গোলদার, অধীর রায়, বিদুৎ রায়, পঞ্চানন ঢালী, নিশিকান্ত গাইন, বিদ্যাধর বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল, দেলোয়ার হোসেন,অমারেশ,মনিরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক প্রভাষ রায় প্রমূখ। পরে তার শেষকৃত্যানুষ্ঠান দেবীতলা মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়।