বটিয়াঘাটা প্রতিনিধিঃ ‘৭১ এর রনাঙ্গনের এক সময়ের লড়াকু সৈনিক অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি বীরমুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র অধিকারী (৭০) আর নেই! তিঁনি বৃহষ্পতিবার বেলা একটায় শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বেশ কয়েকদিন যাবত চিকিৎসাধীন থাকা অবস্থায় না ফেরার দেশে পাঁড়ি জমান। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, এক প্ত্রু কৃষি ব্যাংক কর্মকর্তা রাজীব অধিকারী, দুই কন্যা সন্তান ও এক পুত্রবধূ সহকারী শিক্ষক চৈতালি রায় সহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মরদেহ চক্রাখালী গ্রামের বাড়িতে আনলে বিকাল ৪ টায় পুলিশের একটি চৌকস দল তাঁকে শেষবারের মতো গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানার এসআই অনিশ, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে নিরঞ্জন রায়, বিকাশ কুসুম মন্ডল, প্রশান্ত গোলদার, বিধান দত্ত, দুলাল রায়, কুমুদ গোলদার, এসএম দেলোয়ার হোসেন, মনোরঞ্জন কবিরাজ, ইউপি সদস্য কার্তিক টিকাদার ও তপতী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অমরেশ বিশ্বাস, বিশ্বজিৎ সরকার, সঞ্জয় মন্ডল, অনিমেষ মন্ডল, মিঠুন রায় প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তাঁর মরদেহ চক্রাখালী মহাশ্মশান ধামে দাহ করা হয়। এদিকে তাঁর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করছেন উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।