বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাইল মারা টু বসুরাবাদ বিহারীলাল প্রাথমিক বিদ্যালয় সড়কটির তিন কিলোমিটার রাস্তাটি সম্পূর্ন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এগারো কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটির উভয় প্রান্তে মাত্র তিন কিলোমিটার করে পিচের ঢাঁলাই থাকলেও মাঝখানে পাঁচ কিলোমিটার সড়ক কোন ঢাঁলাই কিংবা পূর্বের ইটের সোলিং না থাকায় এলাকার হাজার হাজার মানুষের জন দূর্ভোগ চরমে পৌঁছেছে। বর্তমানে রাস্তাটির ইটের সোলিং ভেঙ্গে বড় বড় খাঁনা-খন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে খাঁনা খন্দে পানি জমে বড় বড় জলাশয়ের সৃষ্টি হয়ে আছে। স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ স্কুল-কলেজে যেতে এবং অন্যান্য মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে চরম হিমশিম খাচ্ছে। এমনকি স্থানীয় এলাকাবাসীর পায়ে হেঁটে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। এতে করে সাধারণ জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে । ভুক্তভোগী এলাকাবাসী অচিরেই সড়কটি মেরামত করে জনসাধারণের চলাচল সহ যান চলাচলের উপযোগী করে তোলার জোর দাবী জানিয়েছেন।