বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাথাভাংগার ৩টি গুচ্ছগ্রামে বসবাসরত ৬০ দরিদ্র পরিবারের মাঝে বুধবার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামানের নেতৃত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জলমা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইউপি সদস্য মোঃ লিটন, আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান বলেন, করোনা দূর্যোগে একটি মানুষও যেনো খাদ্য অভাবে কষ্ট না পায় সে লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগীতায় করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ এবং সার্বক্ষনিক তদারকি চালিয়ে যাচ্ছি।