বটিয়াঘাটা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উংসব শারদীয়া দুর্গোৎসবের বাকি আর মাত্র চৌদ্দ দিন। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততই সনাতনীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই হিন্দু জন অধ্যূষিত এ উপজেলার সাতটি ইউনিয়নে সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় শতাধিক পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরে সোরে।মূর্তির মাটি লেপন কাজ শেষ হয়েছে গত সপ্তাহে। চলছে মাটি শুঁকানোর কাজ।আগামী সপ্তাহের প্রথম দিকে শুরু হবে রং তুলির আঁচড়।এবারও উপজেলার মধ্যে উল্লেখযোগ্য পূজা মন্ডপ গুলি হলো বটিয়াঘাটা বাজার নাট মন্দির, হেতালবুনিয়া ছিলিন্দামারী সার্বজনীন দূর্গা মন্ডপ,মল্লিকের মোড় সার্বজনীন,চক্রাখালী সার্বজনীন,কচুবুনিয়া সার্বজনীন, সাচিবুনিয়া সার্বজনীন, কৈয়া বাজার সার্বজনীন দূর্গা মন্ডপ, শৈলমারী সার্বজনীন দূর্গা মন্ডপ, পুঁটিমারী সার্বজনীন মন্ডপ,তেঁতুলতলা সার্বজনীন মন্ডপ, ছয়ঘরিয়া সার্বজনীন মন্ডপ, ছিলিন্দামারী সার্বজনীন মন্ডপ,মাইলমারা সার্বজনীন, পার বাটিয়াঘাটা সার্বজনীন, বারোআড়িয়া সার্বজনীন, সুন্দর মহল সার্বজনীন, কোঁদলা সার্বজনীন, কাতিয়ানাংলা সার্বজনীন, গোপালখালী সার্বজনীন, আমতলা সার্বজনীন, সুখদাড়া সার্বজনীন, হালিয়া সার্বজনীন, কুন্ডুপাড়া সার্বজনীন, টালিয়ামারা সার্বজনীন, জয়পুর সার্বজনীন, আমিরপুর সার্বজনীন, ভাদগাতী সার্বজনীন, শ্যামগন্জ সার্বজনীন, তলাপাড়া সার্বজনীন, জালিয়াপাড়া সার্বজনীন, টালিয়ামারা রায়পাড়া সার্বজনীন পূজা মন্ডপ প্রমূখ।এবারও ব্যক্তিগতভাবে গোপাল বিড়ি ফ্যাক্টরী পূজা মন্ডপে অনুরুপ পূজা অনুষ্ঠিত হবে। এবার মা দূর্গা আসছেন ঘোটকে করে অর্থাৎ ফলম- ছত্রভঙ্গ স্তুুরঙ্গমে।আর গমন করবেন ফলম- দোলায়ং মড়কং ভবেৎ।অর্থাৎ শস্য,ফলাদির মড়কের সমূহ সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ আশ্বিন ১১ অক্টোবর সোমবার পূর্বাহ্ণে দেবী দূর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পূজা প্রসস্তা এবং দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস।আগামী ১২ অক্টোবর ২৫ আশ্বিন মঙ্গলবার দেবীর নবপত্রিকা প্রবেশ ও মহা সপ্তমী। ২৬ আশ্বিন ১৩ অক্টোবর বুধবার দেবী দূর্গার মহা অষ্টমী ও সন্ধিপূজা সমাপন।১৪ অক্টোবর ২৭ আশ্বিন বৃহস্পতিবার দেবীর নবমী রাত্রি অর্থাৎ নবমী বিহীত পূজা। আগামী ২৮ আশ্বিন ১৫ অক্টোবর শুক্রবার সকাল ৮.৫০ থেকে ৯.৫৭ এর মধ্যে দেবীর বিসর্জন। বিগত দুই বছর ধরে বৈশ্বিক করোনা পরিস্হিতির কারনে সনাতনীদের প্রধান এ উৎসব উদযাপন করতে না পারায় এবার করোনা পরিস্হতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে থাকায় গোটা উপজেলার সনাতনীদের ধারণা হয়তোবা এবার তাঁদের প্রধান বৃহত্তম উৎসব শারদীয়া দুর্গোৎসব আমেজের সাথে করতে পারবে এ আাশায় বুক বেঁধেছে। সব মিলিয়ে প্রধান এ উৎসবকে ঘিরে দল মত পথ নির্বিশেষে গোটা উপজেলায় উৎসবের আমেজ বইতে শুরু করেছে।