বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ এ কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাজার চত্তরে মানববন্ধন কর্মসূচি শেষে মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) এর বাশভবনস্ত কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম খান, বিএনপি, জাতীয় পার্টি,সিপিবি নেতাদের কাছে ও উক্ত স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী,ভগবতী গোলদার, ইউপি সদস্যা ফিরোজা বেগম, তপতী রানী বিশ্বাস, মলিনা রায় ,দিপ্তী মল্লিক, মর্জিনা বেগম, নারী নেত্রী মমতা বিশ্বাস, আশালতা ঢালী প্রমূখ।