বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের কারনে অসহায় সম্মানিত কৃষকের সোনার ফসল পাকা ধান কেটে দিয়েছে বটিয়াঘাটা উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সোমবার উপজেলার সুরখালী ইউনিয়নে।
সম্মানিত কৃষক অছিকুল সরদারের অতি কষ্টে ফসল করা এক বিঘা পাকা ধান কাটা হয়। উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ সভাপতি উজ্বল রায়, শশাংক রায়, অাতাউর রহমান, অর্জূন সরকার, নিতিশ রায়, অাবু দাউদ, হান্নান শেখ, নাজমুল শেখ, সাদ্দাম শেখ, মওলাত কবিরাজ, অাবজাল সরদার, অনিমেষ শীল, অাজিজুল ইসলাম, গোবিন্দ রায়, রেজোয়ান গোলদার প্রমুখ ৷