বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলা আ’লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে তৃণমূল পর্যায়ে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দলের কেউ দলীয় মনোনয়নের বাইরে গিয়ে নির্বাচন করলে সারা জীবনের জন্য নৌকা হারাতে হবে। এখনো সময় আছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রতীকের প্রাথীর পক্ষে সমর্থন জানিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তিনি বৃহস্পতিবার বিকাল চারটায় বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম,রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরফুউদ্দীন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার,এ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, রাশেদুল হক রাসেল, শ্রীমন্ত অধিকারী রাহুল, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ইমু, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, উপজেলা আ’লীগ নেতা রবীন্দ্রনাথ ঢালী, মীর মোহাম্মদ আলী, দেবপ্রসাদ বিশ্বাস,এ্যাডভোকেট অনাদি মন্ডল,অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, বিবেক বিশ্বাস, নারায়ন চন্দ্র সরকার,মোল্ল্যা মিজানুর রহমান বাবু, আব্দুল গফুর মোল্লা, আলহাজ্ব আসলাম তালুকদার, চঞ্চলা মন্ডল, অরিন্দম গোলদার, রেজাউল সরদার প্রমূখ। সভায় গঙ্গারামপুর ইউনিয়নে শেখ হাদি উজ-জ্জামান হাদী, বালিয়াডাঙ্গা ইউনিয়নে মুশিবুর রহমান ও আমীরপুর ইউনিয়নে জিএম মিলন কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।সেখ সালাহউদ্দিন জুয়েল এর খাদ্য সামগ্রী বিতরণ