বটিয়াঘাটায় ওয়াপদা ভেড়ীবাধ ভেঙ্গে বিস্তৃর্ন এলাকা প্লাবিত

প্রকাশঃ ২০২০-০৪-১২ - ১৪:১৭

খুলনা অফিস : খুলনা বটিয়াঘাটার কাজীবাছা নদীর ওয়াপদা ভেড়ীবাধ ভেঙ্গে বিস্তৃর্ন এলাকা লোনা পানিতে প্লাবিত হয়েছে।

জানা গেছে, বুধবার গভীর রাতে ৩৪/২ আমিরপুর বালিয়াডাঙ্গা পোল্ডারের ভেড়ী বাধটি জোয়ারের পানির প্রবল চাপে ভেঙ্গে যায় । ফলে লবন পানি প্রবেশ করে শিয়ালীডাঙ্গা গ্রামের অনেক কাচা ঘর বাড়ি , মৎস্য ঘের পুকুর প্লাবিত হয় । এছাড়া লবন পানির কারনে গাছ গাছালি রবি শষ্য ক্ষেত নষ্ট হচ্ছে। গৃহ পালিত পশুদের চলাচল ও খাদ্য কষ্ট শুরু হয়েছে । প্রতি জোয়ারের সময় নারী এলাকাবাসী বন্ধি হয়ে পড়ছে। মসজিদ ও টিউবওয়েলের গোড়ায় পানিতে তলিয়ে যাচ্ছে। এতে খাবার পনির সংকট দেখা দিতে পারে। গ্রামের ভিতরের রাস্তা ঘাট পানির স্রোতের কারনে ইটউঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গ্রামটি লবন পানিতে  তলিয়ে যাওয়ায় বেশীক্ষতি গ্রস্ত হয়েছে মঞ্জু শেখ, বাবুল শেখ, মনিরুল ইসলাম, পলাশ খান, মোস্তাফিজুর রহমান, সোহাগ হিরন শেখ, মনিরুদ্দিন শেখ, কোচি খান, হুমায়ুন কবির ,  আব্দুর রহমান বিদ্যুৎ  , ইমলাখ শেখ কাজল প্রমুখ উল্লেখযোগ্য । ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুল আলম খান। ইউপি সচিব , মহিলা  ইউপি সদস্য শ্যামলী সুতার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।