বটিয়াঘাটায় করোনায় আক্রান্ত ৩ জন

প্রকাশঃ ২০২০-০৫-২৩ - ১৫:৪৪

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া হোগলাডাঙা একতা মোড় এলাকায় পিকআপ চালক রায়হান রাজু নামের এক ব্যক্তি সহ উপজেলায় ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান আক্রান্ত রোগীর বাড়ির আশপাশের ৬ টি বাড়ী সহ ১৩ পরিবার লকডাউন করেছে। রায়হান ওই এলাকার চাঁন মিয়ার পুত্র। এদিকে লকডাইনের আওতাভুক্ত পরিবার গুলো মাঝে জরুরী ত্রাণ চাল ,ডাল, তেল আলু, সাবান,সেমাই,চিনি,দুধ ইত্যাদি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া এছাড়া মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন ঈদুল ফিতর ও করোনা ভাইরাস মোকাবেলায় আমীরপুর ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটরিং করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অন্যদিকে উপজেলার অপর দুই জন করোনায় আক্রান্ত রোগী১জন হলো জলমা ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের তকিম সড়কের মোঃ ইকরাম ও অপরজন হলো বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাটবাটি গ্রামের এসি রিপিয়ারিং কর্মচারী রিয়াজুল হক। ইতিপূর্বে উক্ত দুই রোগীর বাড়ি আশপাশের বাড়িগুলোকে লক ডাউন এর আওতায় এনে জরুরী ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে জিজ্ঞাসা করলে এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দেশে উপজেলার বিভিন্ন বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ, মাইকিং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বাজার মনিটরিং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার ভিতরে দিও বাইরে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই উপজেলার বিভিন্ন এলাকায় ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছে ভাইরাসটি যাতে ব্যাপক আকারে ছড়াতে না পারে সে লক্ষ্যে আক্রান্ত রোগীর পরিবার সহ আশপাশের পরিবার গুলোকে লকডাউন এর আওতায় এনে জরুরি জরুরী খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।