বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় স্থানীয় পরিষদ চত্ত্বরের (ঘঅঞচ)-২ প্রকল্পের আওতায় চক্রাখালী মল্লিকের মোড়, ঝড়ভাঙ্গা ও রাজবাঁধ সি,আই,জি সমিতিকে পাওয়ার ট্রিলার, রিপার (ধান কাটা মেশিন),প্যাডেল থ্রেসার (ধান মাড়াই মেশিন) মিনি পিকআপ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতারণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা আহমেদ জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আরা নিপা, উপ-সহাকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে কৃষ্ণপদ বিশ্বাস, আব্দুল হাই খান, মজিবর রহমান,কমলেশ বালা, জীবনন্দ রায়, দ্বীপন রায়, সি,আই,জি সমিতির সদস্য রাজু হালদার, উত্তম টিকাদার, অমিত মল্লিক, তন্নি গোলদার, বীজ,সারের ডীলার বিরেন্দ্রনাথ শীল প্রমূখ।