বটিয়াঘাটা প্রতিনিধি : পদ্মা সেতুর সবগুলি স্প্যান পিলারের উপর সফল ভাবে স্থাপন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বিদ্যানন্দিনী, মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেলে কাতিয়ানাংলা বাজারে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ-জামান হাদীর সভাপতিত্বে অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা , মোঃ মোশাররফ হোসেন, সুব্রত মন্ডল, প্রদীপ মন্ডল, নীহার রঞ্জন সরকার, প্রান মন্ডল, নিত্যানন্দ রায়, দিলিপ বিশ্বাস, রাজিব গোলদার, সুজন মন্ডল, সনেট মল্লিক, দেবদাস কবিরাজ, আঃ কুদ্দুস ফকির, আঃ রশীদ শেখ, যতিন্দ্র নাথ মন্ডল, সুরঞ্জন মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, শিমুল গাজী, অশোক বিশ্বাস, জয়দেব রায়, জেলা ছাত্রলীগ নেতা রমজান সরদার, আশালতা ঢালী, কল্যানী মন্ডল, বন্দনা কবিরাজ, অরুন বিশ্বাস, প্রদীপ মন্ডল, শংকর মন্ডল, বদরুল আলম, মোঃ মুসা, সুমন মন্ডল, আতাউর রহমান, পুর্নেন্দু হালদার, অনিমেশ, সুশান্ত, সৈয়দ শেখ অনিমেষ মন্ডল, হিল্লোল মন্ডল প্রমুখ।