বটিয়াঘাটায় গনহত্যা দিবসে আলোচনা সভা

প্রকাশঃ ২০১৯-০৩-২৫ - ১৭:৩২

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সোমবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে ২৫ মার্চ গনহত্যা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রামপদ সাহা, প্রাণীসম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন,সমাজসেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, প্রকৌশলী জি,এম শাহাবউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, সমবায় কর্মকর্তা জান্নাতুনন্নেছা, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস প্রমূখ।