বিজ্ঞপ্তি : বটিয়াঘাটায় জেএমআই এলপিজি এন্ড প্রেট্রোলিয়াম লিমিটেডের উদ্যোগে করোনাকালীন সময়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় আজ শনিবার বেলা ১২টায় নিজেস্ব কার্যালয়ে।
কোম্পানির বটিয়াঘাটা প্লান্টের এজিএম মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটার ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন মন্ডল। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউপি মেম্বর বিপুল ইজারদার, অধ্যাপক অনুপ কুমার মন্ডল, সুশেন কুমার মন্ডল, বিদ্যুত বিশ্বাস, সত্যেন্দ্রনাথ দত্ত, সমিরন রায়, অনুপ সরকার, কালিপদ মন্ডল, রমেশ বিশ্বাস, অদুত শেখ, কালিপদ মন্ডল, মোঃ হুমায়ুন শেখ, মোঃ হাসান গাজি, দেবাশিষ মন্ডল, মিরিনময় রায়, জয় বিশ্বাস, অনুপ সরকার, বিধান মন্ডল, সামসুল হক, অজুন সরকার বলাই, শশাংক রায়সহ অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। পরে কিসমত ফুলতলা গ্রামের ত্রিশ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।