বটিয়াঘাটায় গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশঃ ২০২০-০৬-১৪ - ১৯:১০

খুলনা অফিস : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার। খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক/গোপাল চন্দ্র রায় ও এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ১৩/০৬/২০২০ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন মাইলমারা খেয়াঘাট সংলগ্ন বটগাছের নিচ থেকে আসামী ১। মোঃ আঃ ছালাম (৩৫), পিতা- আঃ হামিদ শেখ, সাং-গজালিয়া, থানা-বটিয়াঘাটা,জেলা-খুলনাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ১৩/০৬/ ২০২০ খ্রিঃ তারিখ বিকাল ১৮.০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় উপরোক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।