বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশের ওসি মোঃ রবিউল কবির ও ওসি তদন্ত মোঃ মোস্তাফা হাবিবুল্লাহ নেতৃত্বে গত ৩ দিনে চলমান মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মামলার অরেন্ট ভুক্ত ৯ জন, সাজা প্রাপ্ত ২ জন, ও মাদক মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করছে। এছাড়া ছেলে ধরা গুজবের বিরুদ্ধে গনসচেতনা মুলক আলোচনা সভা রবিবার উপজেলার সুরখালী, সুখদাড়া, গাওঘরা গরিয়ারডাঙ্গা, রথখোলা, আমিরপুর, বটিয়াঘাটা সদর, মল্লিকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি সরদার, ইউপি সদস্য যথাক্রমে বি,এম,মাসুদ রানা, আবু বক্কর শেখ, মোঃ বাবুল শেখ,মোঃ কালাম হাওলাদার, মোঃ শাহীন মোল্যা, সমাজ সেবক মোঃ মারুফ জমাদ্দার,আলম সরদার, মহিদুল ইসলাম,জাহাঙ্গীর শেখ প্রমূখ। অন্যদিকে লবনচরা থানার এস,আই মোঃ আকরাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপজেলা জিন্নাপাড়া বউ বাজার এলাকা থেকে ৭শ গ্রাম গাঁজা সহ মোঃ সোহাগ হোসেন(২৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে। এব্যাপারে মাদকদ্রব নিয়ন্ত্রয় আইনে একটি মামলা হয়েছে যাহার নং-১৪/২০১৯।