বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার ৮০ নং তেঁতুলতলা মৌজার জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৩ জনের স্বাক্ষরিত পুলিশ সুপার, খুলনা বরাবর একটি ৪৬৭৭ নং স্মারকের মিথ্যা হয়রানী মূলক অভিযোগে আমাকে (আশরাফুল আলম হাওলাদার) বিবাদী করে অভিযোগ দায়ের করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের আদেশ ক্রমে গতকাল থানা প্রতিনিধি এস,আই আসাদুজ্জামান সরেজমিনে তদন্তে গেলে বিবাদী এ অভিযোগ করেন। তিনি আরো বলেন ১৩ জন বাদী আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর যে লিখিত অভিযোগ দাখিল করেছে তা সর্ম্পূণ মিথ্যা। আমি বাদীদের স্বত্ব ও ভোগদখলীয় জমি জোর পূর্বক দখল করে নিয়েছি তা সরেজমিনে তদন্তে তার কোন সত্যতা মেলে নাই। উক্ত ১৩ জন বাদীর মধ্যে ৩ জন বাদী তদন্তে কালে উপস্থিত ছিলেন। তারা হলেন মোঃ ওমর আলী শেখ, মোঃ হাকিম, মোঃ ইউনূছ আলী ও মোঃ ইমান শেখ। থানা প্রতিনিধি এস,আই আসাদুজ্জামান তদন্তেরে এক পর্র্য্যায়ে উভয় পক্ষকে আগামী ১৭ আগষ্ট শান্তিশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় হাজির হবার জন্য নিদের্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনা মিয়া, মালেক ফারাজী, মোঃ ইসলাম সহ প্রায় শতাধিক সাধারণ মানুষ ।