বটিয়াঘাটায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-১২-১২ - ১৯:৪৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ওই অধিদপ্তরের সহযোগীতায় এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভ্যাটেনারী সার্জন বঙ্কিম হালদার, ইউপি চেয়ারম্যান আ’লীগনেতা মনোরঞ্জন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পিআইও শরীফ মোঃ রুবেল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকৌশলী মাহামুদ হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ইউআরসি ইনষ্ট্রাক্টর আশিক বিন আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহান ও মৌসুমী আক্তার, সাংবাদিক এসএম ফরিদ রানা, প্রধান শিক্ষা অনিল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, শিক্ষক অশোক মন্ডল, প্রধান শিক্ষক সমীর রায়, সহকারী শিক্ষক প্রদ্যুৎ রায়, সহকারী শিক্ষক প্রহ্লদ মন্ডল, সহকারী শিক্ষক ধীমান মন্ডল, সাংবাদিক সঞ্জয় বিশ্বাস, সাংবাদিক এড. প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক সুদ্বীপ্ত মল্লিক, সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরে প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। ইউএনও দেবাশীষ চৌধুরী এ সময় প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়ের অবদানে সারাবিশ্বের তাল মিলিয়ে আইসিটি ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নেওয়ায় তার বক্তব্যে ভূয়শী প্রশংসা করেন।