বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকারের প্রধানমণ্ত্রী শেখ হাসিনার সরকার ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের প্রতিষ্ঠা করে যাচ্ছেন। তিনি মঙ্গলবার বেলা এগারোটায় বাংলাদেশ নির্বাচন কমিশন বটিয়াঘাটা উপজেলা অধিদপ্তরের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বকৃতৃতায় এ কথা বলেন। সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে অনুঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, আব্দুল হাদী সরদার, গোলাম হাসান, জিএম মিলন গোলদার, সাংবাদিক এমরান হোসেন প্রমুখ।