ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ যথাযোগ্য মর্যাদায় বটিয়াঘাটা উপজেলার সর্বত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু মুরালে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে এক আলোচনা সভা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, থানার ওসি তদন্ত উজ্জ্বল দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্তী, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অবঃ অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার, পার্থ রায় মিঠু, সাংবাদিক মনিরুজ্জামান, পরিতোষ রায়, শাহীন বিশ্বাস, বিপ্রদাস রায়, এড. প্রশান্ত বিশ্বাস, শাওন হাওলাদার, দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক মতিন সিদ্দিকী ও সাবেক সভাপতি মোঃ মতিন সিদ্দিক মিঠু, সাংবাদিক এস,এম,এ ভূট্টো, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা মোঃ রিয়াজুল ইসলাম রিপন প্রমূখ। পরে এক আলোচনা সভা বেলা ১২টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বক্তৃতা করেন আ’লীগনেতা ফিরোজুর রহমান, মৃন্ময় পাল, প্রদীপ বিশ্বাস, পলাশ রায়, মানস পাল, আকরাম হোসেন, অনুপম বিশ্বাস, অলোক মল্লিক, চঞ্চলা মন্ডল, অরিন্দম গোলদার, হুমায়ুন কবীর, মিজানুর রহমান মিজান, রিয়াজুল ইসলাম রিপন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা ও মসজিদের শিক্ষার্থীদের একশত বার কোরআন খতম ও মন্দিরে বিশেষ সময়ে জুম কনফারেন্সের মাধ্যমে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।