বটিয়াঘাটা প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আছাদুল্লাহ বৃহস্পতিবার বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের তরমুজ ক্ষেত পরিদর্শন করেন। এ সময় তিনি প্রান্তিক চাষিদের সাথে ক্ষেতে নেমে সরাসরি কথা বলেন। চাষিরা এ সময় সেচ এর অপ্রতুলতার কথা তুলে ধরেন মহাপরিচালকের নিকট। পরে তিনি উপজেলা কৃষি অফিসে প্রান্তিক কৃষক কৃষাণীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে তিনি সেচ অভাব দুর করতে এলকার ভরাটি খালগুলিকে পুণঃ খনন ও পুকুর খনন করে সেচ ধরে রাখার প্রচেষ্টা চালাবেন বলে জানান। এ সময় তার সাথে অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চলের জিএমএ গফুর, অতিরিক্ত পরিচালক তাইজুল ইসলাম পাটোয়ারী,উপ পরিচালক মোঃ হাফিজুর রহমান, সাবেক উপ পরিচালক পঙ্কজ কুমার মজুমদার,এটিআইএর সাবেক অধ্যক্ষ এস এম ফেরদাউস, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ সহ কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ।