বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বিটয়াঘাটা উপেজলায় করোনায় কর্মহীন দলিত জনগোষ্ঠীকে ক্ষুদ্র ব্যবসায়ে আর্থিক সহায়তায় প্রদান উপলক্ষে এক সভা বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ নজরুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অমিত সমাদ্দার। ১৫ জনকে ক্ষুদ্র ব্যবসা,হাঁস-মুরগী পালন, বাঁশ বেতের কাজ,চায়ের দোকান,সবজি ব্যবসা সহ বিভিন্ন খাতে ৪০০০ হাজার করে প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর খুলনা জেলা সভাপতি সুব্রত কুমার মিস্ত্রি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা ইউনিয়নের প্লানেল চেয়ারম্যান বিউটি মন্ডল সহ আরও অনেকে। নাগরিক উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।