প্রেস বিজ্ঞপ্তি : বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে গোটা পৃথিবী শতাব্দীর সবচেয়ে কঠিন সময়টি অতিবাহিত করছে। ।করোনার হাত থেকে রক্ষা পেতে ঘরে আশ্রয় নেওয়ার ফলে অসহায় হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।তবে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী ও দিনমজুর মানুষ। করোনা পরিস্থিতির শুরু থেকেই ঘরে বন্দী হয়ে না থেকে সামাজিক দায়িত্বশীলতার জায়গা থেকে সম্মুখ সারির যোদ্ধার ভূমিকায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা সরকারি ব্রজলাল কলেজ,খুলনা’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও করোনায় সম্মুখসারির স্বেচ্ছাসেবীদের প্ল্যাটফর্ম ‘ করোনায় স্বেচ্ছাসেবী ‘র খুলনা জেলা সমন্বয়ক মেহেদী হাসান শেখ। তিনি আজ বটিয়াঘাটার ভান্ডারকোট,বালিয়াডাঙ্গা ও আমিরপুর ইউনিয়নের ৬৮ জন দুস্থ নারীর মাঝে সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেকের মাঝে ৮ কেজি করে চাল বিতরণ করেন।এসময় তিনি বলেন দেশের এ মহাক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে গর্ব অনুভব করি। করোনা মহামারী শুরু হওয়ার পর খুলনার বেশিরভাগ উপজেলাতে সশররীরে উপস্থিত থেকে মানবিক সহায়তা করার চেষ্টা অব্যাহত রেখেছি।তারই ধারাবাহিকতায় বটিয়াঘাটায় করোনায় বিধবা, প্রতিবন্দ্বী,স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের অসহায়ত্বের কথা মাথায় রেখে এ আয়োজন করার উদ্যোগ নিয়েছি।খুলনার প্রতিটি উপজেলায় নিজস্ব একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক টিম রয়েছে আমার যারা সবসময় মানুষের পাশে আছে। সহায়তা পাওয়া বিধবা রহিমা বলেন সাহায্য পাইয়ে খুবই ভাল্লাগতিছে।আমাগে কথা মনে কইরে আপনারা সাহায্য করতি আইছেন আল্লাহ আপনাগে রহমত করুক। করোনায় স্বেচ্ছাসেবী, বটিয়াঘাটা উপজেলা সমন্বয়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভান্ডারকোট ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক এস এম রেজোয়ানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর, ডলার, দিনার, রমজান, সাইফুল,মেহেদী, আওয়াল মলঙ্গী,ইমরান হোসেন প্রমুখ। মেহেদী হাসান বলেন করোনা প্রাদুর্ভাব যতদিন বাংলাদেশ থেকে নির্মূল না হবে ততদিন আমাদের এসকল মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।