মহিদুল ইসলাম শাহীন, বটিয়াঘাটা : উপজেলার হেতালবুনিয়া গ্রামের মৃত নিরোধ ঢালীর পুত্র গৌরদাস ঢালীসহ ৮ জন স্বাক্ষরিত অভিযোগ গত ২১ আগষ্ট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বরাবর দাখিল করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, হেতালবুনিয়া গ্রামের প্রফুল্ল মন্ডলের দুই পুত্র তুষার মন্ডল ও দীপংকর মন্ডল দির্ঘ দিন যাবৎ বাদীর রান্নাঘরের পাশে পোল্ট্রি খামার করে পরিবেশ নষ্ট করে চলেছে। যে কারনে তার ছেলে মেয়ে সর্দি, কাশি, মাথা ব্যাথাসহ পড়াশুনার ব্যাপক ক্ষতিসহ অত্র এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি পরিবেশ অধিদপ্তরে জানালে সহকারী পরিচারক মোঃ সাইদুর রহমান গত ২৯ আগষ্ট উভয় পক্ষ্যকে ডেকে আগামী ১ মাসের মধ্যেই পোল্ট্রি খামার সরিয়ে অনত্র নেওয়ার আদেশ প্রদান করেন।