বটিয়াঘাটায় প্রাথমিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০১ জন

প্রকাশঃ ২০১৭-১১-১৯ - ১৮:৩৩

বটিয়াঘাটা প্রতিনিধিঃ  বটিয়াঘাটার ১০টি কেন্দ্রে প্রাথমিক ও এবতেদায়ী (পিএসসি) সমাপনী পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৮৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০১ জন অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে প্রাথমিকে ৭৫ জন ও এবতেদায়ীতে ২৬ জন। প্রাথমিকে ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৭ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী। অপরদিকে এবতেদায়ীতে ১৬জন ছাত্র ও ১০জন ছাত্রী অনুপস্থিত। এবার এ উপজেলায় প্রাথমিক ও এবতেদায়ী মিলিয়ে সর্বমোট ২৮৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৫১১জন ও ছাত্রীর সংখ্যা ১৩৫৪জন। ইউএনও দেবাশীষ চৌধুরী বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন। শিক্ষার্থী অনুপস্থিত বিষয় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, অভিবাসন হলো অনুপস্থিতির মূল সমস্যা, তবে ২/১জন ঝরেও যেতে পারে।