বটিয়াঘাটায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

প্রকাশঃ ২০২০-০৩-১৭ - ১৫:১৯

বটিয়াঘাটা, প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত কর্মসুচির মধ্য দিয়ে দিনটি যথাযথভাবে পালন করে।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালের পাদদেশে প্রথমে পুস্প মাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। এর পর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়মীলীগ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্প মাল্য অর্পণ করেন। সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কেক কেটে জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হুইপ পঞ্চানন বিশ্বাস। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানার ওসি রবিউল কবির, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ষ রায় ও নিরঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি অথ্যাপক এনায়েত আলী বিশ্বাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। শেষে রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।