বটিয়াঘাটায় বর্ষীয়ান আ’লীগনেতা আজিজ গোলদার আর নেই

প্রকাশঃ ২০১৭-১২-২৭ - ২০:০৬

বটিযাঘাটা প্রতিনিধিঃ খুলনা জেলা আ’লীগের সাবেক সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ গোলদার আর নেই। তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যাশ্রী গ্রামের তার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর এবং জীবদ্দশায় স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুর খবর শুনে খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক জাতীয় সংসদ সদস্য শেখ হারুনুর রশীদ, স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস, জেলা আ’লীগের সহ-সভাপতি এফএম মাকসুদুর রহমান, সহ-সভাপতি রঘুনাথ রায়, সাবেক এমপি ননী গোপাল মন্ডল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক এড. নব কুমার চক্রবর্তী এপিপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমীর এজাজ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব সরদার মাহবুবার রহমান, উপজেলা কমান্ডার শেখ আফজাল হোসেন, বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, দাকোপের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, ভাইস-চেয়ারম্যানদ্বয় নিতাই চন্দ্র গাইন ও বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, জেলা পরিষদের সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক দিলীপ হালদার, দাকোপ ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি খান, সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশ, ফয়েজুল ইসলাম টিটু, যুবলীগনেতা সরদার জাকির হোসেন, জামিল খান, মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, বটিয়াঘাটা উপজেলার ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, শেখ হাদী উজ-জামান হাদী, দাকোপ উপজেলা ইউপি চেয়ারম্যান যথাক্রমে আব্দুল কাদের শেখ, রনিঞ্জৎ কুমার মন্ডল, মাসুম আলী ফকির, মিহির মন্ডল, পঞ্চানন মন্ডল, সুদেব বৈদ্য, সরোজিৎ রায়, দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল, ডুমুরিয়ার হুমায়ুন কবির বুলু, শরাফপুর ইউনিয়নের রবিউল ইসলাম রবি, জেলা প্রজন্মলীগের সভাপতি তারেক আজিজ খান, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আল-আমিন, ডুমুরিয়ার সভাপতি খান আবুল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, বটিয়াঘাটার সভাপতি রিয়াজুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক অতনু মন্ডল, দাকোপ পৌর সভাপতি কাজী রাসেল, পাইকগাছার সাধারণ সম্পাদক তানজিল মোস্তাফিজ বাচ্চু, অনুপ বিশ্বাস, অলোক মল্লিক, টগর মন্ডল, দেবু বিশ্বাস সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে ছুঁটে যান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজিজ গোলদারের মরদেহে উপর জাতীয় পতাকা দিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে তার মরদেহ জোহর বাদ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে তার রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান ও সাধারন সম্পাদক দিলীপ হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এক শোক বিবৃতি প্রদান করেছেন।