বটিয়াঘাটায় বোরো ধান ক্ষেতেসেচ দিতে যত বাধা

প্রকাশঃ ২০২০-০৪-১৯ - ১৯:২৩

খুলনা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নে বোরো ধান ক্ষেতে পানি সেচ দিতে যত বাধা পল্লী বিদ্যূৎ সমিতির। তাদের উৎকোচ দিতে পারলে বোরো ক্ষেতে পানি সেচের সুবিধা দেয়া হয়। যারা দিতে পারেনা তাদের সেচের মটর জোর পূর্বক নিয়ে যায়। চলতি মৌসুমে বটিয়াঘাটা উপজেলায় ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বালিয়াডাঙ্গা গ্রামের শামীম সেখ জানান, তার বাড়ির মিটার দিয়ে ক্ষেতে পানি দেয়া হয়। শনিবার রাতে তাকে না জানিয়ে জয়পুর সাব-স্টেশনের ইনচার্জ ওহিদুজ্জামান মিন্টুসহ কয়েকজন মিলে এক হর্স পাওয়ারের সেচ মোটর নিয়ে যায়। একারণে বোরো ক্ষেতে সেচ বন্ধ রয়েছে। একই এলাকার মশিউর রহমান জানান, ১৬ হাজার টাকার বিনিময়ে ধান ক্ষেতে মটর ব্যবহার করতে পারছেন। একই অভিযোগ করেন গোলাম মোস্তফা, মফিজুর রহমান, মোহাম্মদ আলীসহ অনেকেই। তারা বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যানসহ প্রধান মন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে ক্ষেতে সেচ দিতে হলে অহিদণজ্জামানকে টাকা দিতে হবে। তিনি বিভিন্ন কৃষকের বাড়িতে যেয়ে অর্থ দাবী করেন।
পল্লী বিদ্যূৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাপ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।