বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও পরিষদের বাস্তবায়নে বুধবার সকাল ১০ টায় জনগণের দোরগোড়ায় ভূমি সেবা বিষয়ক ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান স্হানীয় সরকারী বটিয়াঘাটা মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) খান মাছুম বিল্লাহ, অধ্যক্ষ অমিতেষ দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান,সাংবাদিক মোঃ ইমরান হোসেন,প্রধান শিক্ষক যথাক্রমে অন্নদা শংকর রায়, শুভংকর মন্ডল,স্বপন কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, সমীর কুমার মন্ডল,জাইকা প্রজেক্ট এর উপজেলা সমন্বয়ক মাহাবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল,বীরমুক্তিযোদ্ধা সত্যজিৎ জোয়াদ্দার,বীরমুক্তিযোদ্ধা মোঃ ওহিদুজ্জামান, সার্ভেয়ার মোঃ সাকিরুল আলম,ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণপদ দাস ও রেজাউল ইসলাম,প্রভাষক হারুন সরদার, টগর মন্ডল,প্রিয়ঙ্কা বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তাবৃন্দ।অপরদিকে উপজেলার অডিটোরিয়ামে উপজেলা ভূমি অফিস ও প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপি ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ সেবা প্রত্যাশীরা।