বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকাল ৩ টায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিরাট গ্রামের আরজ মোল্লার পুত্র মোঃ বেল্লাল মোল্লা। তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলা ভাদালবুনিয়া মৌজার বিগত ২০০৯ সালে ৪৬৬১ নং কবলা দলিলে ০.৬৮ একর, ৪২৫ নং কবলা দলিল মূলে ০.৩৬৫০ একর ও ২০১৩ সালে ৮৫৪০ নং কবলা দলিল মূলে ০.৩২ একর মোট ১.৩৬৫০ একর সম্পত্তি আমি ও আমার ভাইপো এড, শরিফুজ্জামান খরিদ করিয়া ভোগ দখলে থাকিয়া ফসল ও মৎস্য চাষ পূর্বক জীবন জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। উল্লেখ্য উক্ত ১.৩৬৫০ একর সম্পত্তি মধ্যে আমার মাত্র ০.৯০ একর সম্পত্তি ভোগ দখলে আছি। বাকী সম্পত্তি দখল চাইতে গেলে বিবাদী ভাদাল বুনিয়া গ্রামের ইলিয়াস শেখের পুত্র মোঃ বজলুর রহমান এবং বিরাট গ্রামের হাবিবুর রহমান গোলদারের পুত্র লাভলু গোলদার ও ফজর শেখের পুত্র জুলফিকার আলী শেখ সহ আরো কিছু সহযোগী মিলে আমাকে ও আমার ভাইপোকে জীবন নাশের হুমকি দিতেছে। পাশাপাশি আমাদের ভোগ দখলীয় সম্পত্তি দখল করার পায়তারা করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হাসান এক শালিশ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংশা করে দিলেও বিবাদীদের কার্যক্রম বন্ধ না থাকায় বিবাদীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় এম,পি ৪৭৪/২০১৯ নং মামলা দায়ের করেছি। যা বর্তমান চলমান ও বিচারাধীন রয়েছে। বর্তমানে বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে চলাফেরা করায় আমার ও আমাদের পরিবারে জান মালের ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ বেল্লাল ও ভাইপো শরিফুজ্জামান প্রশাসনের উচ্ছ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।