বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের মরহুম আক্কেল আলীর পুত্র জাহিদ শেখ রবিবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে জাহাজে মাষ্টারী পদে চাকুরী করেন। একই এলাকার আলাউদ্দিনের পুত্র গোলাম (৫০) ও মনি (৪০) এবং মরহুম শওকত তরফদারের পুত্র নান্নু (৪৫) অত্যন্ত জঘন্য ও পাষন্ড প্রকৃতির লোক। তাদের সাথে তার বিভিন্ন ধরনের দীর্ঘদিনের গোলযোগ বিদ্যমান থাকায় প্রায়শঃ হুমকি-ধামকি চালিয়ে আসছে। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিবাদী গোলাম তার নিজ ব্যবহৃত ০১৭১১১৪৫৪৭৯ মোবাইল নম্বর থেকে তার ০১৯১৩৪০৭৬০৮ নম্বরে ফোন দিয়ে বিরাট স্কুল মাঠে ডেকে নেয়। সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে নীলাফোলা জখম করে এবং নাক ও মুখে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অতপর থানায় এজাহার দায়ের করেন। তিনি এ ব্যাপারে আইগত প্রতিকার পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।