বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া এলাকায় আদালত কর্তৃক রায় ডিক্রী প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা অধীর কুমার রায়ের ভোগ দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে নেওয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, উপজেলার সুখদাড়া মৌজায় বীরমুক্তিযোদ্ধা অধীর কুমার রায় এর ক্রয়কৃত ও আদালতের রায় প্রাপ্ত ভোগ দখলীয় সম্পত্তিতে সুখদাড়া এলাকার বিবাদী আলমগীর হোসেন তরফদার(৫০), সমর রায়(৫৫), নারায়ণ রায়(৬০), অসীম কবিরাজ(৩৫), অমরেন্দ্র কবিরাজ(৪০) গনেশ কবিরাজ(৪৫)গং গত ২ জানুয়ারী ও ৮ জানুয়ারী তারিখ রাতের অন্ধকারে অবৈধভাবে ঘেরের ঘর, সাইনবোর্ড ভাংচুর করে ও মাছ লুটপাট করে নিয়ে যায়। এমনকি বীরমুক্তিযোদ্ধা অধীর রায়ের সম্পত্তি জোর পূর্বক দখল কের নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। বিবাদী আলমগীর গং উদ্দেশ্য প্রনোদিত ভাবে দেঃ১৭/১১ নং মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত বীরমুক্তিযোদ্ধার পক্ষে রায় প্রদান করেন। অথাপিও বিবাদীগন অবৈধভাবে দফায় দফায় অধীর রায়ের ভোগদখীলয় সম্পত্তিতে তার নির্মিত মৎস্য খামারের ঘর ভাংচুর করে মাছের ক্ষতি সাধন করে। অবশেষে সে থানায় এ অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ঘটনার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা এস,আই, আহম্মেদ কবীর জানান, অভিযোগকারীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া নেওয়া হবে। থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর বলেন, জমিতে আদালতের রায় ডিগ্রী সকলকে মেনে চলতে হবে। জোর পূর্বক কাউকে সম্পত্তি থেকে বে-দখল করা যাবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।