বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা সার্ব্বজনীন রাস মন্দিরে গত রবিবার দিবাগত মধ্য রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এ সময়ে মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মায়ের মূর্তির গলায় থাকা একটি স্বর্ণের চেইন, ৮টি স্বর্ণের টিপ, ৪টি পিতলের থালা, ৪টি গ্লাস, ১০ টি বাটা, ২টি কলসি,৪টি বালতি,৪টি সোলারের ব্যাটারি সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত চুরি যাওয়া কোন মালামাল উদ্ধার হয়নি। খবর পেয়ে পূজাউদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, সম্পাদক অনুপ বিশ্বাস, সহ-সভাপতি প্রতাপ ঘোষ,সহ-সভাপতি দেবপ্রসাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস রিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।