বটিয়াঘাটায় শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের ভবন উদ্ধোধন

প্রকাশঃ ২০১৮-০২-১৭ - ১৮:৪৮

বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেছেন, শুধু প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ঘটালেই চলবেনা, লেখাপড়ার মানউন্নয়ন ও পরিবেশের পরিবর্তনও ঘটাতে হবে। তিনি শনিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলার শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে একথা বলেন। কলেজ অধ্যক্ষ এসএম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও বিভূতী ভূষন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ আবুল হোসেন, হরিনটানা থানার ওসি মোঃ নাসিম খান, প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাঃ যথাক্রমে অনুপম রায়, বিশ্বজিৎ গাঙ্গুলী, সুজয় কান্তি মন্ডল, রেভা প্যাট্রিক শশাংক সরকার, কমল কান্তি রায়, কালিদাস রায়, সুশান্ত সরকার, শেখ নুরুল ইসলাম, পঞ্চানন গোলদার, তুলসীদাস মল্লিক, প্রনব কান্তি মন্ডল, সাংবাদিক শাহীন বিশ্বাস, যুবলীগনেতা অনুপম বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অতনু মন্ডল, দেবু মন্ডল প্রমূখ। প্রধান অতিথি এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২কোটি ৫০লক্ষ টাকার নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্ভোধন করেন।