বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় আগামী ২০ সেপ্টেম্বরের ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান এক মতবিনিময়া সভা শুক্রবার বিকাল সাড়ে চারটায় নির্বাহী কর্মকর্তা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক নিখিলেশ গাইন, আসিয়া খাতুন ঝিনুক প্রমুখ । সভায় ২০ সেপ্টেম্বর সোমবার বটিয়াঘাটায় ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল দিক নিয়ে আলোচনা করা হয়।