বটিয়াঘাটা প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক গাজিপুর ধান গভেষনা কেন্দ্রের সহযোগীতায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে ৫ টি নতুন জাতের ধান চাষ হয়েছে। পরিক্ষা মুলক ভাবে চাষ হওয়া ব্রি ধান ৪৯, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৩ ও ব্রি ধান ৭৯ জাতের ধান চাষ হয়েছে এবং ফলন বেশ চোখে পড়ার মতো। বুধবার সকাল ১১ টায় বয়ারভাঙ্গা গ্রামের চাষি কাকন মল্লিকের ক্ষেতে ব্রি ধান ৫২ জাতের ধান নমুনা শষ্য কর্তন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন খামার বাড়ি খুলনার জেলা প্রশিক্ষন অফিসার পংকজ কান্তি মজুমদার, বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গফ্ফার গাজী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা জিবানন্দ রায়, ব্লু গোল্ডের আনোয়ার হোসেনসহ এলাকার শত শত কৃষান কৃষানী উপস্হিত ছিলেন। জানাগেছে, ব্রি ধান ৫২ জাতের ধান বিঘা প্রতি ফলন হবে ৩৩/৩৪ মন। তবে অনেক কৃষক জানান আগামিতে ব্যাপক হারে এই ধান চাষ হবে।