বটিয়াঘাটা প্রতিনিধি : সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিঃ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল শিক্ষা ও গবেষণা বিষয়ক পদে মনোনীত হওয়ায় বুধবার বিকাল ৩টায় ২নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে রবীন্দ্রনাথ বৈরাগী, সুভাষ গাইন, গোবিন্দ বাছাড়, অলোকেশ সরকার, প্রসেনজিৎ গোলদার, কিশোর বিশ্বাস, বিউটি মন্ডল, রমা রানী মন্ডল, সচিব শামীমুজ্জামান সেখ, রেজওয়ানা বেগম, প্রিয়ংকা বিশ্বাস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।