বটিয়াঘাটা : খুলনা ১ আসনের দাকোপ ও খুলনা শহর লাগোয়া বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোটের জন্য রিতীমত দৌড়ঝাপ শুরু হয়ে গেছে।ভোর থেকে গভীর রাত পর্যন্ত চায়ের আড্ডা ও হাটবাজারে বর্তমান আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে উপজেলা নির্বাচনে কে কে আওয়ামীলীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। জানা গেছে, দুই দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম খান আবারও প্রার্থী হচ্ছেন এবং ৩য় বারের মত জয়ের ব্যপারেও তিনি বেশ আশাবাদি। এছাড়া আরও যারা শক্ত প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করে মাঠে নেমেছেন এবং দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক তারা হচ্ছেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও খুলনা জজকোর্টের এডিশনাল পিপি এ্যাড: নব কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের এান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও হিন্দু কল্যাণ ট্রাষ্টি এ্যাড: নিমাই চন্দ্র রায়, সদরের চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা মনোরঞ্জন মন্ডল, সাবেক ছাত্রনেতা ও গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান শেখ হাদিউজ্জামান হাদী, শিল্পপতি ও তরুণ আওয়ামী লীগনেতা শ্রীমন্ত অধিকারী রাহুল ও সিনিয়র আওয়ামী লীগনেতা মো: মোশাররফ হোসেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী হতে চান তারা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সাবেক ছাএনেতা ও বটিয়াঘাটা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিবেক বিশ্বাস, জলমা আলীগ সভাপতি নারায়ন সরকার, জিয়াউর রহমান জিকু(সতন্ত্র) আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান বর্তমান ভাইস চেয়ারম্যান বুলু রাণী গাঙ্গুলী, সাবেক ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, বিউটি পাল, রেহানা আফরোজ শোভা, শিউলী মিস্ত্রী ও চঞ্চলা মন্ডল। এই এক ঝাক উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দলীয় মনোনয়ন পেতে জেলা থেকে কেন্দ্র পর্যন্ত জোর লবিং ইতোমধ্যে শুরু করেছেন বলে জানা গেছে। অধিকাংশ প্রার্থীই মনে করছেন দলীয় মনোনয়নই বড় কথা। এজন্য নেতাদের মনজয় করার নানা কৌশল অবলম্বন করে চলেছে সম্ভব্য প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থীদের সাথে আলাপ করে জানা যায় দলীয় মনোনয়ন পেতে সকলেই বেশ আশাবাদি।