বটিয়াঘাটা প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকাল ৩টায় পরিষদের পুকুরে মাছের পোন অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস, এ্যাড. মোঃ মোস্তফা বিল্লাহ, ক্ষেত্র সহকারী মোঃ আসলাম হোসেন, সাবেক ছাত্রনেতা সঞ্জয় মোড়ল, স্বেচ্ছাসেবক লীগনেতা মিজানুর রহমান মিজান, শশাঙ্ক রায়, প্রশান্ত মল্লিক, ইসমাইল হোসেন প্রমুখ। পরবর্তীতে বাজারের মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।